Posts

Showing posts from February, 2022

Biology Chapter 11 Respiration

Image
                                              Respiration Question and answers Question 1 শ্বসন কী? Answer:  যে জৈব রাসায়নিক প্রক্রিয়ায় কোশস্থিত জৈব খাদ্যবস্তু জারিত হয়ে খাদ্যস্থ স্থৈতিকশক্তি গতি বা তাপশক্তিতে রূপান্তরিত ও মুক্ত হয় যা বিভিন্ন বিপাক ক্রিয়ায় ব্যবহৃত হয় | এবং কার্বন ডাইঅক্সাইড ও জল উৎপন্ন হয় , তাকে শ্বসন বলে| 2 .সবাত শ্বসন [ Aerobic respiration ] সংজ্ঞা Answer : যে জৈব রাসায়নিক প্রক্রিয়ায় বায়ুজীবী কোশে শ্বসন বস্তু ( প্রধানত গ্লুকোজ ) অক্সিজেনের উপস্থিতিতে সম্পূর্ণভাবে জারিত হয়ে কার্বন ডাইঅক্সাইড ও জল উৎপন্ন করে এবং শ্বসন বস্তু মধ্যস্থ স্থৈতিক শক্তির সম্পূর্ণ মুক্তি ঘটে , তাকে সবাত শ্বসন বলে । স্থান:  সমস্ত বায়ুজীবী জীবকোশে সবাত শ্বসন সম্পন্ন হয় । এই প্রক্রিয়ার প্রথম পর্যায়টি অর্থাৎ গ্লাইকোলাইসিস সাইটোপ্লাজমে এবং দ্বিতীয় ও তৃতীয় পর্যায় দুটি অর্থাৎ ক্রেবস চক্র এবং ইলেকট্রন পরিবহণ তন্ত্র মাইটোকন্ড্রিয়ায় সম্পন্ন হয় । রাসায়নি...