Physics:Motion In A Straight Line

 NCERT QUESTION ANSWERS – BY KELLY SANIA 






গতি কাকে বলে ?

উত্তর: সময়ের সাপেক্ষে কুনো বস্তুর অবস্থান পরিবর্তনকে গতি বলে।

ঋজুরেখ গতি (Rectilinear Motion)কাকে বলে?

উত্তর: যে গতি একটি সরলরেখায় সীমাবদ্ধ থাকে তাকে ঋজুরেখ গতি বলে।

বিন্দ-বস্তু কাকে বলে? (Point object)

উত্তর: যখন বস্তুর আকার কুনো গ্রহণ যোগ্য  সময়ের অবকাশে বস্তুর কর্তৃক অতিক্রান্ত দূরত্ব অপেক্ষা অনেক কম হয়,তখন তাকে বিন্দু- বস্তু বলে।

• " সব স্থিতি বা গতি আপেক্ষিক " বর্ণনা করো।

উত্তর: সব ক্ষেত্রেই কুনো না কুনো নির্দিষ্ট তন্ত্রের সাপেক্ষে গতি স্থিতি বা গতি পর্যালুচনা করা হয়। কুনো বস্তু যেমন কোনো একটি নির্দেশ তন্ত্রের সাপেক্ষে স্থির হতে পারে,তেমনই অন্য কোনো নির্দেশ তন্ত্রের সাপেক্ষে গতিশীল হতে পারে ।

যেমন: রাস্তার দাড়িয়ে থাকা একজন ব্যাক্তি চলন্ত  বাসের  যাত্রীকে গতিশীল বলে মনে করে ।

আবার পাশাপাশি এক ই বেগে বলন্ত দুটি বাসের যাত্রীরা পরস্পরকে স্থির মনে করে।

আবার সূর্যের সাপেক্ষে পৃথিবি গতিশীল ।

এভাবে বিশ্লেষণ করা দেখা যায় মহাবিশ্বে চরমস্থিতি বা চরম গতি কিছু নেই ।

অর্থাৎ সব স্থিতি বা গতি হল আপেক্ষিক ।

নির্দেশ ত্তন্ত্র কাকে বলে ?

উত্তর: কোনো বস্তুর অবস্থান নির্ণয় করা হয় পারিপার্শ্বিক অন্য কোনো বস্তু বা বস্তু সামগ্রিক সাপেক্ষে,এই অন্য বস্তু বা বস্তু সামগ্রিক কে নির্দেশ তন্ত্র বলে।

অতিক্রান্ত পদ বা দূরত্ব কাকে বলে?

উত্তর: কোনো গতিশীল বস্তু দূরত্ব অতিক্রম করা কে অতিক্রান্ত দূরত্ব বলা হয়। 

SI পদ্দতিতে এর একক হল মিটার (METER)

এটি একটি স্কেলার রাশি।

এর মান আছে কিন্ত দিক নেয়।

সরন কাকে বলে ?একক কী?

উত্তর: কোনো গতিশীল বস্তুর স্থান পরিবর্তন কে সরন বলা হয়।

সরন সবসময় একটি নির্দিষ্ট দিক করার পরিমাপ করা হয়।

সরনের একক হল মিটার । সরন একটি ভেক্টর রাশি ।

সরন এর মান অধিক উভয় আছে । সরণের মাত্রা [L] 






• SI পদ্দতিতে বেগের একক  হল m/s 





Broad question


•  এক ব্যাক্তি গড়ে 24 km/h বেগে গন্তব্যাপথের অর্ধেক দূরত্ব অতিক্রম করলেন।

বাকি পথ গড়ে কত বেগে চললে তিনি সম্পূর্ণ পথটি 32 km/h  গর বেগে অতিক্রম করবেন?

উত্তর: ধরা যাক, গন্তবপথের সম্পূর্ণ দূরত্ব =2s km; সুতরাং অর্ধেক দূরত্ব = s km।


প্রথম অর্ধেক দূরত্ব যেতে প্রয়ুজনীয় সময়= s/24 h।সমগ্র পথটি 32 km/h বেগে গেলে ওই পথ যেতে প্রয়ুজনিয় সময় = 2s/32=s/16h।

সুতরাং পরবর্তী অর্ধেক দূরত্ব যেতে প্রয়ুজানিয়া স =স/16-s/24=s/48 h

সুতরাং সময়ে গর বেগ =দূরত্ব/সময়=s/s/48=48 km/h


একটি বস্তুকণা x- অক্ষ বরাবর চলছে । মুলবিন্দু থেকে এর সরন এই সমীকরণটি মেনে চলেছে x=8t–3t ²; এখানে x ও t যথাক্রমে m ও s  একককে আছে।i)t=0 থেকে t=1s - এর মধ্যে কণাটির গড় বেগ নির্ণয় করো । ii)t=1 s সময়ে কণাটির তাৎক্ষনিক বেগ কত?

i) এখানে,x=8t–3t²

যখন t=0 s; x =x1=8x0–3x0=0 m 

যখন t=1s ; x=x2=8x1–3x(1)²=5m

সুতরাং সরন =x2–x1=5–0=5m

মোট সময়=1–0=1s

সুতরাং গর বেগ=সরন/মোট সময়=5/1=5m/s

ii)এখানে,x=8t–3t ²

সুতরাং dx/dt=8–6t

বা,v=8–6t

সুতরাং t=1 s সময়ে কনার তাৎক্ষণিক বেগ,

V=8–6 x 1=2m/s



•মন্দন কাকে বলে?

উত্তর:সময়ের সাপেক্ষে কোনো বস্তকনার বেগ হ্রাসের হারকে মন্দন বলা হয়।

তাৎক্ষণিক ত্ত্বরণ কাকে বলে?

উত্তর: কোনো অবস্থান থেকে ' ক্রমশ শূন্যের দিকে যাওয়া' সময় অবকাশে কোনো কনার বেগের যে পরিবর্তন হয়,সময়ের সাপেক্ষে সেই বেগ পরিবর্তনের হারের সীমাস্থ মানকে ওই অবস্থানে কণাটির তাৎক্ষনিক তরণ বলা হয়।



*বেগ একটি ভেক্টর রাশি : আমরা জানি,সরণের মান ও দিক দুই - ই আছে । অর্থ্যাৎ সরন একটি ভেক্টর রাশি।তাই বেগেরও মান এবং দিক আছে,অর্থাৎ বেগ একটি ভেক্টর রাশি।



*বেগের একক ও মাত্রা : যেহেতু অতিক্রান্ত দূরত্ব এবং সরণের একক অভিন্ন (উভয়ের একই দর্ঘের একক),তাই দ্রুতি ও বেগের এককও অভিন্ন । অর্থাৎ বেগের একক হল,

CGS  পদ্দতি: cm/s,FPS পদ্দতি:ft/s,m/s

বেগের মাত্রা= সরণের মাত্রা/সময়ের মাত্রা =L/T–1।

অর্থাৎ দ্রুতি ও বেগের মাত্রাও অভিন্ন ।






Thanks for visiting


@https:tbse11s.blogspot.com

Https:tbse11s.blogspot.com



Tbse11s.blogspot.com




#blogspot

#tbse #ncert 




















Comments