TBSE Important Chemistry MCQ CLASS 11 :PART 2

 Welcome Dear Companions 

It's Me Kelly Sania.

If u have any Doubt just comment down Bellow and let me know how can I help you with.






•নীচের কোনটি জারন - বিজারন বিক্রিয়া ( a ) AgNO3 + HCl → AgCl + HNO3 ( b ) NH₂ + HCl - NH₂Cl ( c ) PbCl , + H , SO → PbSO · + 2HCl ( d ) Fe , O , + 2Al → Al , O , + 2Fe 

উত্তর : ( d ) Fe , O , + 2Al → ALOz + 2Fe

•2Al ALO , + 2Fe নীচের কোনটি জারন - বিজারন বিক্রিয়া নহে – ( a ) Mg + Cl , → MgCl , ( b ) CuO + H , → Cu + H , O ( c ) AgNO , + NaCl AgCl + NaNO , ( d ) MnO2 + 4HCl = MnCl + Cl2 + 2H , O 

উত্তর  ঃ ( c ) AgNO , + NaCl → AgCl + NaNO ,

•লেড নাইট্রেটকে তীব্রভাবে উত্তপ্ত করলে উৎপন্ন বাদামী বর্ণের গ্যাসটি হল— ( a ) NO2 ( c ) NO , ( b ) N , O , ( d ) কোনোটিই নয় । 

উত্তর : ( a ) NO2

•CO , গ্যাসের মধ্যে জ্বলন্ত পটাশিয়াম ফেললে উৎপন্ন হয় । ( b ) KHCO , ( d ) KOH উত্তর 28 ( a ) KO ( c ) K , CO , 

উত্তর  ঃ ( c ) K , CO

•মানুষের লালা রসের pH মান হয় – ( a ) 6.02 থেকে 7.05 - এর মধ্যে ( b ) 3.5 থেকে 4.5 - এর মধ্যে ( c ) 8.5 থেকে 10 - এর মধ্যে ( d ) 12 থেকে 14 - এর মধ্যে 

উত্তর  ঃ ( a ) 6.02 থেকে 7.05 - এর মধ্যে ।

•দইয়ে উপস্থিত অ্যাসিডটি হল— ( a ) ল্যাকটিক অ্যাসিড ( c ) সাইট্রিক অ্যাসিড ( b ) অ্যাসিটিক অ্যাসিড ( d ) ফরমিক অ্যাসিড 

উত্তর : ( a ) ল্যাকটিক অ্যাসিড ।

•বিশুদ্ধ জলের pH -এর মান হল— ( a ) 7.4 ( b ) 7 ( c ) 12  ( d ) 5


উত্তর : ( b ) 7

•নীচের কোন্‌টি সঠিক জোড়া নির্দেশ করে না ? ( a ) টমেটো – টার্টারিক অ্যাসিড - ( b ) সিট্রাস – সাইট্রিক অ্যাসিড নিছ ) ( 9 ) -- ( c ) মৌমাছির হুল– মিথানোয়িক অ্যাসিক - ( d ) দই – ল্যাকটিক অ্যাসিড 

উত্তর  ঃ ( a ) টমেটো— টার্টারিক অ্যাসিড

•ভিনিগারে উপস্থিত অ্যাসিড হল— ( a ) ফরমিক অ্যাসিড ( c ) সাইট্রিক অ্যাসিড ( b ) অ্যাসিটিক অ্যাসিড ( d ) ইথানোয়িক অ্যাসিড 

উত্তর : ( b ) অ্যাসিটিক অ্যাসিড


• পিঁপড়ের হুলে উপস্থিত অ্যাসিডিটি হল ( a ) সাইট্রিক অ্যাসিড ( c ) মিথানোয়িক অ্যাসিড ( b ) ল্যাকটিক অ্যাসিড ( d ) ম্যালিক অ্যাসিড

উত্তরঃ ( c ) মিথানোয়িক অ্যাসিড । 

• ডিমের খোসার সহিত নিম্নের কোন অ্যাসিডের বিক্রিয়ায় উৎপন্ন গ্যাস কলিচুনের জলীয় দ্রবণকে ঘোলাটে করবে— ( a ) HNO3  : ( c ) HCl ( b ) HCOOH ( d ) CH₂COOH

উত্তর : c)HCl


•কমলা উত্তর গ্যাস ক্ষারকীয় দ্রবণে মিথাইল অরেঞ্জের বর্ণ হয় - গোলাপি - লাল ( c )  ( b ) হলুদ ( d ) বর্ণহীন -


উত্তরঃ ( b ) হলুদ ।


•অ্যাসিড ও ক্ষারকের বিক্রিয়া হল— ( a ) প্রশমন বিক্রিয়া ( c ) যূত বিক্রিয়া ( b ) বিনিময় বিক্রিয়া ( d ) প্রতিস্থাপন বিক্রিয়া

উত্তর : ( a ) প্রশমন বিক্রিয়া । 


•আমাদের দাঁতের ক্ষয় রোধের জন্য মুখের ভিতরের pH হতে হয়— ( a ) 4.5 ( b ) 5.5 ( c ) 6.5    ( d ) 7.5


উত্তর : ( b ) 5.5


•নিম্নলিখিত কোন্ মৌলটি সব অ্যাসিডেই বর্তমান ? ( a ) ক্লোরিন ( b ) হাইড্রোজেন ( d ) অক্সিজেন 12 ( c ) নাইট্রোজেন 

উত্তর : ( b ) হাইড্রোজেন ।


•HNO3- একটি— ( a ) তীব্র অ্যাসিড ( b ) মৃদু অ্যাসিড ( d ) অ্যাসিড নয় ( c ) জৈব অ্যাসিড 

উত্তর  ঃ ( a ) তীব্র অ্যাসিড


•অ্যাসিড স্বাদে— ( a ) টক্ক্ব ( b ) কষাটে ( c ) তিক্ত ( d ) স্বাদহীন 


উত্তর  ঃ ( a ) টক্

•প্রশম দ্রবণে লিটমাসের বর্ণ— 17 ( a ) লাল ( b ) কমলা ( c ) বেগুনি ( d ) হলুদ 

উত্তর : ( c ) বেগুনি ।


•দাঁতের এনামেলে উপস্থিত ক্যালসিয়াম ফসফেট এর প্রকৃতি হল— ( a ) অ্যাসিডিক ( b ) প্রশম  ( c ) ক্ষারীয় ( d ) উভয়ধর্মী


উত্তরঃ ( c ) ক্ষারীয় ।


•ক্ষারক স্বাদে ( a ) তিক্ত ( b ) কষাটে ( c ) টক্ ( d ) স্বাদহীন


উত্তর : ( b ) কষাটে । 


•কপার অক্সাইড একটি – - ( a ) আম্লিক অক্সাইড ( b ) প্রশম অক্সাইড ( c ) ক্ষারকীয় অক্সাইড ( d ) উভধর্মী অক্সাইড 


  ঃউত্তর ( c ) ক্ষারকীয় অক্সাইড ।


•নীচের কোন ধাতুটিকে ছুড়ি দিয়ে কাটা যায়— ( a ) Fe ( b ) Zn ( c ) Cu ( d ) Na 


উত্তর( d) Na


•নীচের কোন ধাতুটি প্রকৃতিতে মুক্তভাবে পাওয়া যায়— ( a ) সোডিয়াম ( b ) গোল্ড    ( c ) ক্যালসিয়াম ( d ) পটাসিয়াম


উত্তর : ( b ) গোল্ড



•কেরোসিনে ডুবিয়ে রাখা হয়— ( a ) K ( b ) Ca ( c ) Fe ( d ) Zn


উত্তর : ( a ) K  


•নীচের কোন্ ধাতুটিকে মুক্ত অবস্থায় পাওয়া যায় না ? ( a ) Au ( b ) Cu  ( c ) Na ( d ) Pt


উত্তর : ( c ) Na 


একটি ধাতুর নাম বল যা ছুরি দিয়ে কাটা যায় ? 

Ans:সোডিয়াম(sodium).


•অক্সিজেনের সাথে বিক্রিয়ায় করে না এমন দুটি উত্তর ধাতুর নাম বল । 

Ans:সোনা , রূপা ।


•একটি তরল অধাতুর নাম লিখ 

Ans: ব্রোমিন

•সবচেয়ে হালকা ধাতু কোনটি ?

Ans:লিথিয়াম

•লোহার প্রধান আকরিকের নাম লিখ ।

Ans:হেমাটাইট ।

•সমুদ্রের জলে আছে এমন দুইটি লবনের নাম লিখ

Ans:সোডিয়াম ক্লোরাইড , ম্যাগনেশিয়াম ক্লোরাইড ।

•হাইড্রোজেন অপেক্ষা কম সক্রিয় একটি ধাতুর নাম

Ans:কপার ।

•Zn + CuSO = ZnSO4 · + Cu এখানে সক্রিয় ধাতু কোনটি ?

Ans:Zn

•pH- এর ‘ p ’ এবং ‘ H’- এর তাৎপর্য কী ?

Ans: pH- এর ‘ p ’ এর অর্থ হল potenz বা power এবং ‘ H’- এর অর্থ হল Hydrozen ( হাইড্রোজেন ) ।

•CuSO , এবং CaO মিশ্রণকে কি বলে ?

Ans:বোর্ড এক্স মিশ্রণ বলে ।

•মৌমাছির হুলে কোন অ্যাসিড থাকে ?

Ans:ইথানয়িক অ্যাসিড ( HCOOH )

•এর মান হ্রাস পায় অ্যাসিড বৃষ্টির pH এর মান কত ?  

Ans:5.6 - এর কম

•সোডিয়াম অ্যালুমিনেটের সংকেত কী ?

Ans:সোডিয়াম অ্যালুমিনেটের সংকেত হল NaAlO ,।






#thank_u

Stay tuned guys

@tbse11s.blogspot.com

Https:tbse11s.blogspot.com



#tbse #ncert #chemistry #mcqs
















Comments