Chemistry:MCQs

 Welcome Dear Companions 

It's Me Kelly Sania.

If u have any Doubt just comment down Bellow and let me know how can I help you with.



30 MCQs which is very important.




•একটি ধাতুর নাম বল যা ছুরি দিয়ে কাটা যায় ? 

Ans:সোডিয়াম(sodium).


•অক্সিজেনের সাথে বিক্রিয়ায় করে না এমন দুটি উত্তর ধাতুর নাম বল । 

Ans:সোনা , রূপা ।


•একটি তরল অধাতুর নাম লিখ 

Ans: ব্রোমিন

•সবচেয়ে হালকা ধাতু কোনটি ?

Ans:লিথিয়াম

•লোহার প্রধান আকরিকের নাম লিখ ।

Ans:হেমাটাইট ।

•সমুদ্রের জলে আছে এমন দুইটি লবনের নাম লিখ

Ans:সোডিয়াম ক্লোরাইড , ম্যাগনেশিয়াম ক্লোরাইড ।

•হাইড্রোজেন অপেক্ষা কম সক্রিয় একটি ধাতুর নাম

Ans:কপার ।

•Zn + CuSO = ZnSO4 · + Cu এখানে সক্রিয় ধাতু কোনটি ?

Ans:Zn

•pH- এর ‘ p ’ এবং ‘ H’- এর তাৎপর্য কী ?

Ans: pH- এর ‘ p ’ এর অর্থ হল potenz বা power এবং ‘ H’- এর অর্থ হল Hydrozen ( হাইড্রোজেন ) ।

•CuSO , এবং CaO মিশ্রণকে কি বলে ?

Ans:বোর্ড এক্স মিশ্রণ বলে ।

•মৌমাছির হুলে কোন অ্যাসিড থাকে ?

Ans:ইথানয়িক অ্যাসিড ( HCOOH )

•এর মান হ্রাস পায় অ্যাসিড বৃষ্টির pH এর মান কত ?  

Ans:5.6 - এর কম

•সোডিয়াম অ্যালুমিনেটের সংকেত কী ?

Ans:সোডিয়াম অ্যালুমিনেটের সংকেত হল NaAlO ,।


•লোহার সঙ্গে লঘু H , SO , - এর বিক্রিয়ায় কী উৎপন্ন হয়?

Ans:লোহার সঙ্গে লঘু H , SO -এর বিক্রিয়ায় ফেরাস সালফেট ও হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হয় ।


•মানুষের দাঁতের এনামেল - এ উপস্থিত যৌগটি কী ?

Ans:মানুষের দাঁতের এনামেল - এ উপস্থিত যৌগটি হল ক্যালশিয়াম ফসফেট [ Ca , ( PO ) 2 ] । 



•সালফিউরিক অ্যাসিড কী ধরনের অ্যাসিড ?

Ans:সালফিউরিক অ্যাসিড একটি তীব্র খনিজ অ্যাসিড ।



•অ্যাসিটিক অ্যাসিড কী ধরনের অ্যাসিড ?

Ans:অ্যাসিটিক অ্যাসিড একটি মৃদু জৈব অ্যাসিড ।


•একটি ক্ষারীয় মৃত্তিকা ধাতুর উদাহরণ দাও ।

Ans:ক্যালশিয়াম ( Ca )


•লেড পেন্সিলের শীষ কোন অধাতু দিয়ে তৈরি ?

Ans:carbon


•জলের চেয়ে হালকা ধাতুর উদাহরণ দাও ।

Ans:সোডিয়াম ( Na ) জলের চেয়ে হালকা ধাতু

•সক্রিয়তা শ্রেণিতে সোডিয়াম , কপার , ক্যালশিয়াম , ম্যাগনেশিয়াম ও জিংক ধাতুর সক্রিয়তার সঠিক ক্রমটি লেখো ।

Ans:সক্রিয়তার ক্রম : Ca Na Mg > Zn > Cu .


•তড়িতের সুপরিবাহী একটি অধাতুর নাম লেখো । 

Ans:তড়িতের সুপরিবাহী একটি অধাতু হল গ্রাফাইট 


•একটি ধাতুকল্পের উদাহরণ দাও ।

Ans: Arsenic.



•একটি উচ্চ গলনাঙ্কের অধাতুর নাম লেখো ।

Ans:সিলিকন হল উচ্চ গলনাঙ্কের অধাতু ।


•একটি তড়িৎ ধনাত্মক অধাতুর নাম লেখো ।

Ans:হাইড্রোজেন হল একটি তড়িৎ ধনাত্মক অধাতু ।


•দ্বি - বন্ধন যুক্ত একটি জৈব যৌগের উদাহরণ দাও ।

Ans:ইথিলীন ।

•কিটোন পরিবারের দ্বিতীয় সদস্যটির নাম কী ? 

Ans:মিথাইল ইথাইল কিটোন বা বিউটানোন । এর সংকেত CH , COC₂H₂ 5


•I.U.P.A.C- এর পুরো নাম কি ? 

Ans:   International Union of Pure and applied Chemistry







#thank_u

Stay tuned guys

@tbse11s.blogspot.com

Https:tbse11s.blogspot.com



#tbse #ncert #chemistry #mcqs













Comments