Physics Term 2 : Calorimetry

 Suggestions For Term 2 Examination

TBSE CLASS 11

PHYSICS




McQ

1.‘ গড় ক্যালোরি ’ বলতে বোঝায়-------

A)1g জলের তাপমাত্রা 0 ° C থেকে 1 ° C পর্যন্ত বৃদ্ধি করতে প্রয়োজনীয় তাপ

B)1g জলের তাপমাত্রা 50 ° C থেকে 51 ° C পর্যন্ত বৃদ্ধি করতে প্রয়োজনীয় তাপ

C)1 g জলের তাপমাত্রা 14.5 ° C থেকে 15.5 ° C পর্যন্ত বৃদ্ধি করতে প্রয়োজনীয় তাপ

D)1g জলের তাপমাত্রা 0 ° C থেকে 100 ° C পর্যন্ত বৃদ্ধি করতে 1 100 প্রয়োজনীয় তাপের অংশ

Answer:D)1g জলের তাপমাত্রা 0 ° C থেকে 100 ° C পর্যন্ত বৃদ্ধি করতে 1 100 প্রয়োজনীয় তাপের অংশ


2.cal. g–¹.°C–¹ এককটি কোন্ রাশির একক ?

A)আপেক্ষিক তাপগ্রাহিতা

B)তাপগ্রাহিতা

C)জলসম

D)লীন তাপ

Answer:A)আপেক্ষিক তাপগ্রাহিতা


3.নীচের কোন্ পদার্থটির আপেক্ষিক তাপ সর্বোচ্চ ?

A)পারদ

B)জল

C)লোহা

D)হীরক

Answer: B)জল


4.10g ভরের একটি বস্তুর তাপগ্রাহিতা ৪ cal / ° C | বস্তুর উপাদানের আপেক্ষিক তাপ

A)0.8

B)1.25

C)0.4

D)0.1

5.তামার আপেক্ষিক তাপ 0.1 cal.g - 1 ° C - 1 হলে , 0.4 kg ভরের একটি তামার ক্যালোরিমিটারের জলসম হল 

A)40 g

B)4000 g

C) 200 g

D)4 g 

Answer:A)40 g


6.জলের আপেক্ষিক তাপ অন্যান্য কঠিন ও তরলের চেয়ে বেশি হওয়ায়

A)জল দ্রুত গরম হয় , কিন্তু ঠান্ডা হয় ধীরে ধীরে

B)জল দ্রুত ঠান্ডা হয় , কিন্তু গরম হয় ধীরে ধীরে 

C)জল গরম বা ঠান্ডা হয় ধীরে ধীরে

D)জল গরম বা ঠান্ডা হয় দ্রুত

Answer:C)জল গরম বা ঠান্ডা হয় ধীরে ধীরে


7.গাড়ির ইঞ্জিন ঠান্ডা রাখার জন্য গাড়ির রেডিয়েটরে জল ব্যবহার করা হয় , কারণ

A)জল সহজলভ্য

B)জল রেডিয়েটরের ক্ষতি করে না

C)জলের সান্দ্রতা বেশ কম

4)জলের আপেক্ষিক তাপ সবচেয়ে বেশি

Answer:4)জলের আপেক্ষিক তাপ সবচেয়ে বেশি


8.অবস্থার পরিবর্তন না হলে , নীচের কোন্ রাশিটি গৃহীত বা বর্জিত তাপের গণনায় অপ্রয়োজনীয় ?

A)ভর

B)ঘনত্ব

C)আপেক্ষিক তাপ

4)তাপমাত্রা পরিবর্তন

Answer:B)ঘনত্ব


9.100 ° C তাপমাত্রায় জলের স্ফুটন চলাকালীন এর আপেক্ষিক তাপ কত ? 

A)শূন্য

B)0.5

C)1

D)অসীম

Answer: D)অসীম

10.কোন্ প্রাথমিক তাপমাত্রা থেকে 1 g জলের তাপমাত্রা 1 ° C বৃদ্ধি করলে গৃহীয় তাপের মান গড় ক্যালোরির সমান হবে ?

A)0°C 

B) 14.5°C

C)15°C

D)15.5° C

Answer:B) 14.5°C


11.‘ গড় ক্যালোরি ’ - এর একটি বিকল্প নাম হল

A)0°-100°C cal

B)14.5-degree cal

C)15-degree cal

D)15.5-degree cal

Answer: 15-degree cal

12.10 g জলকে 420 J শক্তি সরবরাহ করা হলে জলের তাপমাত্রা বৃদ্ধি পাবে

A)1°C 

B)4.2° C

C)10°C

D)32°C 

Answer:C)10°C

13.দুটি পদার্থের ঘনত্বের অনুপাত 5 : 6 এবং আপেক্ষিক তাপের অনুপাত 3 : 5 | এদের একক আয়তনে তাপগ্রাহিতার অনুপাত হল

A)1:2

B)2:1

C)3:2

D)2:3 

Answer:A)1:2


 SI একক


বেগ (velocity) = m/s

ত্বরণ (Acceleration)= m/s²

ভরবেগ(momentum)=kg.m/s

আবেগ(Impulse)=kg.m/s

বল(Force)=Newton

চাপ (Pressure)= Pascal

গতিসম্পর্কিত শক্তি(kinetic energy)=Joule

ক্ষমতা(power)=Watt

কৌণিক স্থানচ্যুতি(Angular Displacement)=Radian (rad.)

ঘনত্ব(density)=kg/m³

কৌণিক বেগ(Angular velocity)=Radian/sec

জড়তার কৌণিক(Moment of inertia)=kg.m²

টর্ক(torque)= Newton-meter

কৌণিক ভরবেগ(angular momentum)= Joule sec

মহাকর্ষীয় ধ্রুবক(Gravitational constant)=N-m²)kg²

পীড়ন(stress)=N/m²

বিকৃতি(strain)=No unit

Poisson অনুপাত(poisson ratio)=No unit

সময় কাল(time period)=Second 

Dimensions(মাত্রা)

বেগ =[M0L¹T–¹]

ত্বরণ (Acceleration)= [M0LT–²]

ভরবেগ(momentum)= [M¹L¹T–¹]

আবেগ(Impulse)= [M¹L¹T–¹]

বল(Force)=[M¹L¹T–²]

চাপ (Pressure)= [M¹L–¹T–²]

গতিসম্পর্কিত শক্তি(kinetic energy)=[M¹L²T–²]

ক্ষমতা(power)=[M¹L²T–³]

কৌণিক স্থানচ্যুতি(Angular Displacement)=[M0L0T0]

ঘনত্ব(density)=[M¹L–³T0]

কৌণিক বেগ(Angular velocity)=[M0L0T–2]

জড়তার কৌণিক(Moment of inertia)=[ML²T0]

টর্ক(torque)=[ML²T–²]

কৌণিক ভরবেগ(angular momentum)=  [ML²T–¹]

মহাকর্ষীয় ধ্রুবক(Gravitational constant)=[M–¹L³T–²]

পীড়ন(stress)=[ML–¹T–²]

বিকৃতি(strain)=[M0L0T0]

Poisson অনুপাত(poisson ratio)=[M0L0T0]

সময় কাল(time period)=[M0L0T¹]










VERY SHORT ANSWER TYPE QUESTIONS

1.100 g ভরের একটি প্ল্যাটিনাম খণ্ডকে 20 ° C থেকে 70 ° C পর্যন্ত উত্তপ্ত করতে তাপ লাগবে ? প্ল্যাটিনামের আপেক্ষিক তাপ  0.03 cal • g_1 . ° C - 1 |

Answer:150 Cal.

2.তামার তৈরি একটি ক্যালোরিমিটারের ওজন 80g । তামার আপেক্ষিক তাপ 0.09 cal - g1 ° C - 1 হলে ক্যালোরিমিটারের তাপগ্রাহিতা ও জলসম নির্ণয় করো ।

Answer: 7.2 cal.°C-¹,7.2 g


LONG ANSWER TYPE QUESTIONS

1.যখন কোনো উত্তপ্ত বস্তু একটি ঠান্ডা বস্তুকে উত্তপ্ত করে , উভয়ের তাপমাত্রার পরিবর্তন কি সমানভাবে হয় ? ব্যাখ্যা করো ।


Answer:উভয়ের তাপমাত্রা পরিবর্তন সমান হবে না । উত্তপ্ত বস্তুর বর্জিত তাপ বা ঠান্ডা বস্তুর গৃহীত তাপ তাদের ভর , আপেক্ষিক তাপ ও তাপমাত্রার পরিবর্তনের গুণফলের সমান । তাই যে বস্তুর ভর বা আপেক্ষিক তাপ বা উভয়েই বেশি তার ক্ষেত্রে তাপমাত্রার পরিবর্তন কম হয় 


2.কাচের তৈরি না হয়ে ক্যালোরিমিটার ধাতুর তৈরি , বিশেষ করে তামার তৈরি হয় কেন ?

Answer:ক্যালোরিমিটারে মিশ্রণ পদ্ধতিতে পরীক্ষা করার সময় ক্যালোরিমিটারের বিভিন্ন অংশের উন্নতা যত তাড়াতাড়ি সম্ভব চূড়ান্ত মানে পৌঁছে যাওয়া দরকার । কাচের তুলনায় ধাতব পদার্থের তাপ পরিবাহিতা অনেক বেশি বলে ধাতুর তৈরি ক্যালোরিমিটারে অতি দ্রুত উন্নতার সমতা আসে ।






























Comments