BIOLOGY:ANIMAL KINGDOM
• প্রোটোজোয়া ( Protozoa ) : এইপ্রকার প্রাণীদের দেহ একটিমাত্র কোশ দ্বারা গঠিত । এরা ‘ আদ্যপ্রাণী ’ নামেও পরিচিত । বর্তমানে এদের প্রোটিস্টা রাজ্যের অন্তর্ভুক্ত করা হয়েছে , যেমন — এন্টামিবা হিস্টোলাইটিকা ( Entamoeba histolytica ) । •মেটাজোয়া( Metazoa ) : এইপ্রকার প্রাণীদের দেহ একাধিক কোশ দ্বারা গঠিত । এরা উচ্চশ্রেণির বহুকোশী প্রাণী । এদের মধ্যে কয়েক প্রকার প্রাণীর দেহে সুগঠিত কলাতন্ত্র অনুপস্থিত , তাদের বলে প্যারাজোয়া ( parazoa ) , যেমন— স্পঞ্জিলা ল্যাকাস্ট্রিস ( Spongilla lacustris ) । এই গোষ্ঠীর অপর প্রকার প্রাণীদের দেহে সুগঠিত কলাতন্ত্র উপস্থিত , এদের বলে এন্টেরোজোয়া ( enterozoa ) , যেমন — আরশোলা ( Periplaneta americana ) •প্রোটোস্টোম এবং ডিউটেরোস্টোম - এর পার্থক্য বিষয় প্রোটোস্টোম ডিউটেরোস্টোম 1. ব্লাস্টোপোরের ভ্রূণের ব্লাস্টোপোর থেকে ব্লাস্টোপোর থেকে পায়ুছিদ্র সৃষ্টি পরিণতি মুখছিদ্র সৃষ্টি হয় । হয় । 2. প্রকৃতি সাধারণত অনুন্নত ও উন্নত উন্নত অমেরুদণ্ডী ও অমেরুদণ্ডী । মেরুদণ্ডী । 3. উদাহরণ সমস্ত পর্ব মোলাস্কা পর্যন্ত অমেরুদণ্ডী পর্ব একাইনোডারমাটা , পর্ব পর্বগুলি ।...