Posts

TBSE Important Chemistry MCQ CLASS 11 :PART 2

  Welcome Dear Companions  It's Me Kelly Sania. If u have any Doubt just comment down Bellow and let me know how can I help you with. •নীচের কোনটি জারন - বিজারন বিক্রিয়া ( a ) AgNO3 + HCl → AgCl + HNO3 ( b ) NH₂ + HCl - NH₂Cl ( c ) PbCl , + H , SO → PbSO · + 2HCl ( d ) Fe , O , + 2Al → Al , O , + 2Fe  উত্তর : ( d ) Fe , O , + 2Al → ALOz + 2Fe •2Al ALO , + 2Fe নীচের কোনটি জারন - বিজারন বিক্রিয়া নহে – ( a ) Mg + Cl , → MgCl , ( b ) CuO + H , → Cu + H , O ( c ) AgNO , + NaCl AgCl + NaNO , ( d ) MnO2 + 4HCl = MnCl + Cl2 + 2H , O  উত্তর  ঃ ( c ) AgNO , + NaCl → AgCl + NaNO , •লেড নাইট্রেটকে তীব্রভাবে উত্তপ্ত করলে উৎপন্ন বাদামী বর্ণের গ্যাসটি হল— ( a ) NO2 ( c ) NO , ( b ) N , O , ( d ) কোনোটিই নয় ।  উত্তর : ( a ) NO2 •CO , গ্যাসের মধ্যে জ্বলন্ত পটাশিয়াম ফেললে উৎপন্ন হয় । ( b ) KHCO , ( d ) KOH উত্তর 28 ( a ) KO ( c ) K , CO ,  উত্তর  ঃ ( c ) K , CO •মানুষের লালা রসের pH মান হয় – ( a ) 6.02 থেকে 7.05 - এর মধ্যে ( b ) 3.5 থেকে 4.5 - এর মধ্যে ( c ) 8.5 থেকে 10 - এর মধ্যে ( d ) 12 থেক

Chemistry:MCQs

  Welcome Dear Companions  It's Me Kelly Sania. If u have any Doubt just comment down Bellow and let me know how can I help you with. 30 MCQs which is very important. •একটি ধাতুর নাম বল যা ছুরি দিয়ে কাটা যায় ?  Ans:সোডিয়াম(sodium). •অক্সিজেনের সাথে বিক্রিয়ায় করে না এমন দুটি উত্তর ধাতুর নাম বল ।  Ans:সোনা , রূপা । •একটি তরল অধাতুর নাম লিখ  Ans: ব্রোমিন •সবচেয়ে হালকা ধাতু কোনটি ? Ans:লিথিয়াম •লোহার প্রধান আকরিকের নাম লিখ । Ans:হেমাটাইট । •সমুদ্রের জলে আছে এমন দুইটি লবনের নাম লিখ Ans:সোডিয়াম ক্লোরাইড , ম্যাগনেশিয়াম ক্লোরাইড । •হাইড্রোজেন অপেক্ষা কম সক্রিয় একটি ধাতুর নাম Ans:কপার । •Zn + CuSO = ZnSO4 · + Cu এখানে সক্রিয় ধাতু কোনটি ? Ans:Zn •pH- এর ‘ p ’ এবং ‘ H’- এর তাৎপর্য কী ? Ans: pH- এর ‘ p ’ এর অর্থ হল potenz বা power এবং ‘ H’- এর অর্থ হল Hydrozen ( হাইড্রোজেন ) । •CuSO , এবং CaO মিশ্রণকে কি বলে ? Ans:বোর্ড এক্স মিশ্রণ বলে । •মৌমাছির হুলে কোন অ্যাসিড থাকে ? Ans:ইথানয়িক অ্যাসিড ( HCOOH ) •এর মান হ্রাস পায় অ্যাসিড বৃষ্টির pH এর মান কত ?   Ans:5.6 - এর কম •সোডিয়াম অ্যাল

BIOLOGY:ANIMAL KINGDOM

 • প্রোটোজোয়া ( Protozoa ) : এইপ্রকার প্রাণীদের দেহ একটিমাত্র কোশ দ্বারা গঠিত । এরা ‘ আদ্যপ্রাণী ’ নামেও পরিচিত । বর্তমানে এদের প্রোটিস্টা রাজ্যের অন্তর্ভুক্ত করা হয়েছে , যেমন — এন্টামিবা হিস্টোলাইটিকা ( Entamoeba histolytica ) ।  •মেটাজোয়া( Metazoa ) : এইপ্রকার প্রাণীদের দেহ একাধিক কোশ দ্বারা গঠিত । এরা উচ্চশ্রেণির বহুকোশী প্রাণী । এদের মধ্যে কয়েক প্রকার প্রাণীর দেহে সুগঠিত কলাতন্ত্র অনুপস্থিত , তাদের বলে প্যারাজোয়া ( parazoa ) , যেমন— স্পঞ্জিলা ল্যাকাস্ট্রিস ( Spongilla lacustris ) । এই গোষ্ঠীর অপর প্রকার প্রাণীদের দেহে সুগঠিত কলাতন্ত্র উপস্থিত , এদের বলে এন্টেরোজোয়া ( enterozoa ) , যেমন — আরশোলা ( Periplaneta americana ) •প্রোটোস্টোম এবং ডিউটেরোস্টোম - এর পার্থক্য বিষয় প্রোটোস্টোম ডিউটেরোস্টোম 1. ব্লাস্টোপোরের ভ্রূণের ব্লাস্টোপোর থেকে ব্লাস্টোপোর থেকে পায়ুছিদ্র সৃষ্টি পরিণতি মুখছিদ্র সৃষ্টি হয় । হয় । 2. প্রকৃতি সাধারণত অনুন্নত ও উন্নত উন্নত অমেরুদণ্ডী ও অমেরুদণ্ডী । মেরুদণ্ডী । 3. উদাহরণ সমস্ত পর্ব মোলাস্কা পর্যন্ত অমেরুদণ্ডী পর্ব একাইনোডারমাটা , পর্ব পর্বগুলি । কর্ডাটা

Biology: Plant Kingdom

Image
SUGGESTIONS FOR TERM 1 EXAM (CLASS 11) • উদ্ভিদ উদ্যান কাকে বলে? 3টি বৈশষ্ট্য লেখো। উত্তর: অনেকখানি ঘেরে ক্ষেত্র জুড়ে বিভিন্ন সজিব উদ্ভিদের বিজ্ঞানসমমতভাবে প্রতিপালন ও সংরক্ষন করার অঙ্গন কে উদ্ভিদ উদ্যান বলে। বৈশিষ্ট্য... 1) এটি প্রকৃতপক্ষে উদ্ভিদবিদ্যা চর্চার অঙ্গন। 2) এখানে বিভিন্ন পরিবেশের বিভিন্ন ধরনের প্রজাতির উদ্ভিদ কে প্রতিপালন ও সংরক্ষিত রাখা হয়।উদ্ভিদের ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা কম থাকে। 3) অধিকাংশ ক্ষেত্রে এর সাথে গবেষণা কেন্দ্র,গ্রিনহাউস,রক গার্ডেন,পাম হাউস, অর্কিড হাউস, হারবেরিয়াম,মিউজিয়াম প্রভৃতি সংযুক্ত থাকে।   •কনজুগেশন এর বৈশিষ্ট লেখো। উত্তর: কনজুগেশন :i) একই বা নিকটবর্তী দুটি ব্যাক্টেরিয়া প্রজাতির মধ্যে সংযুক্তি বা কনজুগেশন ঘটে।  ii)সংস্পর্শে আসা দুটি ব্যাক্টেরিয়ার মধ্যে প্লাসমিদের  মাধ্যমে DNA  বা জেনেটিক বস্তর স্থানান্টরণ ঘটে। iii)সংস্পর্শে আসা ব্যাক্টেরিয়ার একটিকে F+ বা পুরুষ বা দাতা এবং অপর যে ব্যাক্টেরিয়া টি জেনেটিক পদার্থ গ্রহণ করে তাকে F– বা স্ত্রী বা গ্রহীতা বলে। iv) পুরুষের দেহ থেকে আঙ্গুলের মতো প্রবর্ধক বা যৌন পিলি নির্গত হয়,যা স্ত্রী দেহের সাথে সংযো

Physics:Motion In A Straight Line

Image
  NCERT QUESTION ANSWERS – BY KELLY SANIA  • গতি কাকে বলে ? উত্তর: সময়ের সাপেক্ষে কুনো বস্তুর অবস্থান পরিবর্তনকে গতি বলে। • ঋজুরেখ গতি (Rectilinear Motion)কাকে বলে? উত্তর: যে গতি একটি সরলরেখায় সীমাবদ্ধ থাকে তাকে ঋজুরেখ গতি বলে। • বিন্দ-বস্তু কাকে বলে? (Point object) উত্তর: যখন বস্তুর আকার কুনো গ্রহণ যোগ্য  সময়ের অবকাশে বস্তুর কর্তৃক অতিক্রান্ত দূরত্ব অপেক্ষা অনেক কম হয়,তখন তাকে বিন্দু- বস্তু বলে। • " সব স্থিতি বা গতি আপেক্ষিক " বর্ণনা করো। উত্তর: সব ক্ষেত্রেই কুনো না কুনো নির্দিষ্ট তন্ত্রের সাপেক্ষে গতি স্থিতি বা গতি পর্যালুচনা করা হয়। কুনো বস্তু যেমন কোনো একটি নির্দেশ তন্ত্রের সাপেক্ষে স্থির হতে পারে,তেমনই অন্য কোনো নির্দেশ তন্ত্রের সাপেক্ষে গতিশীল হতে পারে । যেমন: রাস্তার দাড়িয়ে থাকা একজন ব্যাক্তি চলন্ত  বাসের  যাত্রীকে গতিশীল বলে মনে করে । আবার পাশাপাশি এক ই বেগে বলন্ত দুটি বাসের যাত্রীরা পরস্পরকে স্থির মনে করে। আবার সূর্যের সাপেক্ষে পৃথিবি গতিশীল । এভাবে বিশ্লেষণ করা দেখা যায় মহাবিশ্বে চরমস্থিতি বা চরম গতি কিছু নেই । অর্থাৎ সব স্থিতি বা গতি হল আপেক্ষিক । • নির্দেশ

PHYSICS: Units And Measurements

Image
Introduction ইউনিট আন্তর্জাতিকভাবে স্বীকৃত রেফারেন্স মান. একটি ভৌত ​​রাশির পরিমাপের ফলাফলটি ইউনিটের সাথে একটি সংখ্যা (বা সংখ্যাসূচক পরিমাপ) দ্বারা প্রকাশ করা হয়। মৌলিক বা ভিত্তি পরিমাণের এককগুলিকে মৌলিক বা বেস একক বলা হয়। অন্যান্য সমস্ত ভৌত রাশির একককে ভিত্তি এককের সমন্বয় হিসাবে প্রকাশ করা যেতে পারে। প্রাপ্ত পরিমাণের জন্য প্রাপ্ত এই ধরনের একককে প্রাপ্ত একক বলে। ইউনিটগুলির সিস্টেমগুলি বেস ইউনিট এবং প্রাপ্ত ইউনিটগুলির একটি সম্পূর্ণ সেট। INTERNATIONAL SYSTEM OF UNITS CGS পদ্ধতি : সিস্টেমে সেন্টিমিটার, গ্রাম এবং সেকেন্ড যথাক্রমে দৈর্ঘ্য, ভর এবং সময়ের মৌলিক একক। এটি ইউনিটগুলির একটি মেট্রিক সিস্টেম। এটি ইউনিটগুলির গাউসিয়ান সিস্টেম হিসাবেও পরিচিত। FPS পদ্ধতি : সিস্টেমে ফুট  পাউন্ড এবং সেকেন্ড যথাক্রমে দৈর্ঘ্য, ভর এবং সময়ের মৌলিক একক। এটি ব্রিটিশ সিস্টেম অফ ইউনিট নামেও পরিচিত। MKS পদ্ধতি : এই সিস্টেমে মিটার, কিলোগ্রাম এবং সেকেন্ড হল যথাক্রমে দৈর্ঘ্য, ভর এবং সময়ের মৌলিক একক। এটি এককগুলির একটি মেট্রিক সিস্টেমও। নোট করুন সমতল কোণ এবং কঠিন কোণের জন্য আরও দুটি সম্পূরক ইউনিট রয়েছে। ছবি নিচে