Posts

Physics Term 2 : Calorimetry

 Suggestions For Term 2 Examination TBSE CLASS 11 PHYSICS McQ 1.‘ গড় ক্যালোরি ’ বলতে বোঝায়------- A)1g জলের তাপমাত্রা 0 ° C থেকে 1 ° C পর্যন্ত বৃদ্ধি করতে প্রয়োজনীয় তাপ B)1g জলের তাপমাত্রা 50 ° C থেকে 51 ° C পর্যন্ত বৃদ্ধি করতে প্রয়োজনীয় তাপ C)1 g জলের তাপমাত্রা 14.5 ° C থেকে 15.5 ° C পর্যন্ত বৃদ্ধি করতে প্রয়োজনীয় তাপ D)1g জলের তাপমাত্রা 0 ° C থেকে 100 ° C পর্যন্ত বৃদ্ধি করতে 1 100 প্রয়োজনীয় তাপের অংশ Answer:D)1g জলের তাপমাত্রা 0 ° C থেকে 100 ° C পর্যন্ত বৃদ্ধি করতে 1 100 প্রয়োজনীয় তাপের অংশ 2.cal. g–¹.°C–¹ এককটি কোন্ রাশির একক ? A)আপেক্ষিক তাপগ্রাহিতা B)তাপগ্রাহিতা C)জলসম D)লীন তাপ Answer:A)আপেক্ষিক তাপগ্রাহিতা 3.নীচের কোন্ পদার্থটির আপেক্ষিক তাপ সর্বোচ্চ ? A)পারদ B)জল C)লোহা D)হীরক Answer: B)জল 4.10g ভরের একটি বস্তুর তাপগ্রাহিতা ৪ cal / ° C | বস্তুর উপাদানের আপেক্ষিক তাপ A)0.8 B)1.25 C)0.4 D)0.1 5.তামার আপেক্ষিক তাপ 0.1 cal.g - 1 ° C - 1 হলে , 0.4 kg ভরের একটি তামার ক্যালোরিমিটারের জলসম হল  A)40 g B)4000 g C) 200 g D)4 g  Answer:A)40 g 6.জলের আপেক্ষিক তাপ অন্যান্য কঠিন ও

CHEMISTRY:THE S BLOCK ELEMENTS

 1.ক্রমবর্ধমান ইলেক্ট্রোপজিটিভ চরিত্রের ক্রমানুসারে নিম্নলিখিত উপাদানগুলিকে সাজান।  Li, Na, K, Rb, Cs  (a) Li > Na > K > Rb > Cs (b) Li < Na < K < Rb < Cs (c) Li > Na < K < Rb < Cs (d) Na >  Li > K< Rb < Cs Answer:  (b) Li < Na <K < Rb < Cs 2.Li-এর বৈশিষ্ট্যগত শিখার রঙ কোনটি?  (a) হলুদ (b) নীল (c) ভায়োলেট (d) ক্রিমসন লাল Answer : ক্রিমসন লাল 3.নিচের কোন ক্ষারীয় ধাতু বাতাসে পুড়ে গেলে অক্সাইডের পাশাপাশি নাইট্রাইডের মিশ্রণ তৈরি করে?   (a) K (b) Na (c) Li (d) Cs Answer: (c) Li 4. একটি ধাতু M নাইট্রোজেনের সাথে বিক্রিয়া করে নাইট্রাইড দেয় যা পানির সাথে বিক্রিয়ায় অ্যামোনিয়া গ্যাস উৎপন্ন করে।  ধাতু M হতে পারে  (a) Na (b) K (c) Li (d) Rb Answer: C)Li 5.সোডিয়াম অল্প পরিমাণে পানিতে ফেলে দিলে আগুন ধরে যায়।  নিচের কোনটি প্রক্রিয়ায় পুড়ে যায়?   (a) Na (b) H,O (c) H2 (d) NaOH Answer: (c)H2 6.H2 যখন 1073 K এ লিথিয়ামের উপর দিয়ে যায় তখন কি হয়?   (a) সমযোজী লিথিয়াম হাইড্রাইড গঠিত হয়।  (b) রঙিন কমপ্লেক্স গঠিত হয়।  (c) আয়নিক লি

100 GB Internet pack For Students

Image
  Free  net pack 100 GB Internet Data Is Being Provided To every Student in India So that every student Can Take Online Classes and appear for exams. After completing few task internet data will be sent directly to your Account (Airtel, Jio only) Step one is to sign up the registration form given below. Step 2 Share with at least 5 friends step 3 get your internet directly in your account  Share this message as much as you can so that your friends and their friends and all the people can get this benefit of this facility. Registration Page Firstname       Middlename:   Lastname:       Course : Course Schooler BBA B.Tech MBA MCA M.Tech Gender : Male Female Other Phone : Address Register

Biology Chapter 11 Respiration

Image
                                              Respiration Question and answers Question 1 শ্বসন কী? Answer:  যে জৈব রাসায়নিক প্রক্রিয়ায় কোশস্থিত জৈব খাদ্যবস্তু জারিত হয়ে খাদ্যস্থ স্থৈতিকশক্তি গতি বা তাপশক্তিতে রূপান্তরিত ও মুক্ত হয় যা বিভিন্ন বিপাক ক্রিয়ায় ব্যবহৃত হয় | এবং কার্বন ডাইঅক্সাইড ও জল উৎপন্ন হয় , তাকে শ্বসন বলে| 2 .সবাত শ্বসন [ Aerobic respiration ] সংজ্ঞা Answer : যে জৈব রাসায়নিক প্রক্রিয়ায় বায়ুজীবী কোশে শ্বসন বস্তু ( প্রধানত গ্লুকোজ ) অক্সিজেনের উপস্থিতিতে সম্পূর্ণভাবে জারিত হয়ে কার্বন ডাইঅক্সাইড ও জল উৎপন্ন করে এবং শ্বসন বস্তু মধ্যস্থ স্থৈতিক শক্তির সম্পূর্ণ মুক্তি ঘটে , তাকে সবাত শ্বসন বলে । স্থান:  সমস্ত বায়ুজীবী জীবকোশে সবাত শ্বসন সম্পন্ন হয় । এই প্রক্রিয়ার প্রথম পর্যায়টি অর্থাৎ গ্লাইকোলাইসিস সাইটোপ্লাজমে এবং দ্বিতীয় ও তৃতীয় পর্যায় দুটি অর্থাৎ ক্রেবস চক্র এবং ইলেকট্রন পরিবহণ তন্ত্র মাইটোকন্ড্রিয়ায় সম্পন্ন হয় । রাসায়নিক সমীকরণ [ Chemical equation] উৎপন্ন পদার্থ [ End products ] 1 অণু গ্লুকোজ 6 অণু O2 দ্বারা জারিত হয়ে 6 অণু CO , এবং 6 অণু H2O উৎ

TBSE Important Chemistry MCQ CLASS 11 :PART 2

  Welcome Dear Companions  It's Me Kelly Sania. If u have any Doubt just comment down Bellow and let me know how can I help you with. •নীচের কোনটি জারন - বিজারন বিক্রিয়া ( a ) AgNO3 + HCl → AgCl + HNO3 ( b ) NH₂ + HCl - NH₂Cl ( c ) PbCl , + H , SO → PbSO · + 2HCl ( d ) Fe , O , + 2Al → Al , O , + 2Fe  উত্তর : ( d ) Fe , O , + 2Al → ALOz + 2Fe •2Al ALO , + 2Fe নীচের কোনটি জারন - বিজারন বিক্রিয়া নহে – ( a ) Mg + Cl , → MgCl , ( b ) CuO + H , → Cu + H , O ( c ) AgNO , + NaCl AgCl + NaNO , ( d ) MnO2 + 4HCl = MnCl + Cl2 + 2H , O  উত্তর  ঃ ( c ) AgNO , + NaCl → AgCl + NaNO , •লেড নাইট্রেটকে তীব্রভাবে উত্তপ্ত করলে উৎপন্ন বাদামী বর্ণের গ্যাসটি হল— ( a ) NO2 ( c ) NO , ( b ) N , O , ( d ) কোনোটিই নয় ।  উত্তর : ( a ) NO2 •CO , গ্যাসের মধ্যে জ্বলন্ত পটাশিয়াম ফেললে উৎপন্ন হয় । ( b ) KHCO , ( d ) KOH উত্তর 28 ( a ) KO ( c ) K , CO ,  উত্তর  ঃ ( c ) K , CO •মানুষের লালা রসের pH মান হয় – ( a ) 6.02 থেকে 7.05 - এর মধ্যে ( b ) 3.5 থেকে 4.5 - এর মধ্যে ( c ) 8.5 থেকে 10 - এর মধ্যে ( d ) 12 থেক

Chemistry:MCQs

  Welcome Dear Companions  It's Me Kelly Sania. If u have any Doubt just comment down Bellow and let me know how can I help you with. 30 MCQs which is very important. •একটি ধাতুর নাম বল যা ছুরি দিয়ে কাটা যায় ?  Ans:সোডিয়াম(sodium). •অক্সিজেনের সাথে বিক্রিয়ায় করে না এমন দুটি উত্তর ধাতুর নাম বল ।  Ans:সোনা , রূপা । •একটি তরল অধাতুর নাম লিখ  Ans: ব্রোমিন •সবচেয়ে হালকা ধাতু কোনটি ? Ans:লিথিয়াম •লোহার প্রধান আকরিকের নাম লিখ । Ans:হেমাটাইট । •সমুদ্রের জলে আছে এমন দুইটি লবনের নাম লিখ Ans:সোডিয়াম ক্লোরাইড , ম্যাগনেশিয়াম ক্লোরাইড । •হাইড্রোজেন অপেক্ষা কম সক্রিয় একটি ধাতুর নাম Ans:কপার । •Zn + CuSO = ZnSO4 · + Cu এখানে সক্রিয় ধাতু কোনটি ? Ans:Zn •pH- এর ‘ p ’ এবং ‘ H’- এর তাৎপর্য কী ? Ans: pH- এর ‘ p ’ এর অর্থ হল potenz বা power এবং ‘ H’- এর অর্থ হল Hydrozen ( হাইড্রোজেন ) । •CuSO , এবং CaO মিশ্রণকে কি বলে ? Ans:বোর্ড এক্স মিশ্রণ বলে । •মৌমাছির হুলে কোন অ্যাসিড থাকে ? Ans:ইথানয়িক অ্যাসিড ( HCOOH ) •এর মান হ্রাস পায় অ্যাসিড বৃষ্টির pH এর মান কত ?   Ans:5.6 - এর কম •সোডিয়াম অ্যাল

BIOLOGY:ANIMAL KINGDOM

 • প্রোটোজোয়া ( Protozoa ) : এইপ্রকার প্রাণীদের দেহ একটিমাত্র কোশ দ্বারা গঠিত । এরা ‘ আদ্যপ্রাণী ’ নামেও পরিচিত । বর্তমানে এদের প্রোটিস্টা রাজ্যের অন্তর্ভুক্ত করা হয়েছে , যেমন — এন্টামিবা হিস্টোলাইটিকা ( Entamoeba histolytica ) ।  •মেটাজোয়া( Metazoa ) : এইপ্রকার প্রাণীদের দেহ একাধিক কোশ দ্বারা গঠিত । এরা উচ্চশ্রেণির বহুকোশী প্রাণী । এদের মধ্যে কয়েক প্রকার প্রাণীর দেহে সুগঠিত কলাতন্ত্র অনুপস্থিত , তাদের বলে প্যারাজোয়া ( parazoa ) , যেমন— স্পঞ্জিলা ল্যাকাস্ট্রিস ( Spongilla lacustris ) । এই গোষ্ঠীর অপর প্রকার প্রাণীদের দেহে সুগঠিত কলাতন্ত্র উপস্থিত , এদের বলে এন্টেরোজোয়া ( enterozoa ) , যেমন — আরশোলা ( Periplaneta americana ) •প্রোটোস্টোম এবং ডিউটেরোস্টোম - এর পার্থক্য বিষয় প্রোটোস্টোম ডিউটেরোস্টোম 1. ব্লাস্টোপোরের ভ্রূণের ব্লাস্টোপোর থেকে ব্লাস্টোপোর থেকে পায়ুছিদ্র সৃষ্টি পরিণতি মুখছিদ্র সৃষ্টি হয় । হয় । 2. প্রকৃতি সাধারণত অনুন্নত ও উন্নত উন্নত অমেরুদণ্ডী ও অমেরুদণ্ডী । মেরুদণ্ডী । 3. উদাহরণ সমস্ত পর্ব মোলাস্কা পর্যন্ত অমেরুদণ্ডী পর্ব একাইনোডারমাটা , পর্ব পর্বগুলি । কর্ডাটা